Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খালওনদী

৬ নং জোতবানী ইউনিয়নের মধ্যে একটি ভাঙ্গা ডিঘী নামে বিল প্রবাহিত আছে- অত্র ইউনিয়নে কসবাসাগরপুর বিলের অবস্থান। এই বিলের উপত্তি নিয়ে তৈরি হয়েছে বিচিত্র কাহিনী।  এই বিলের মধ্যে কিছু কিছু বন জঙ্গল এর মতো  ছড়িয়ে গেছে  এর নাম ভাঙ্গা ডিঘী হলেও বাস্তবে দেখতে খুবই সুন্দর এই ভাঙ্গা ডঘিী। বিশাল এই বিলের গভীরতা ও কাদার তলানী এবং এর চারপাশ বেষ্টিত বিভিন্ন জলজ উদ্ভিদ যা কিংবদন্তীর জন্ম দেয়। এক সময় এ বিলে প্রচুর মাছ পাওয়া যেত।এ বিলের বোয়াল এবং পাবদা মাছ খুবই সুস্বাদু। এ ছাড়াও বিলে টেংরা, কই, মাগুর, পুটি চিংড়ি, আইড়মাছ, শোল, গজাড়, বাইম ইত্যাদি মাছ পাওয়া যায়।বর্ষা মৌসুম এলে এ বিলে লাল, সাদা শাপলা ফুল বিলের সৌন্দর্যকে আরো বাড়ীয়ে দেয়।বিভিন্ন স্থান থেকে ভ্রমন পিপাষু মানুষ ভাঙ্গা ডিঘী বিলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। বোরে মৌসুমে এ বিলে স্থানীয় কৃষকরা বোরো ধান চাষ করে এবং প্রচুর ফলন পায়। বর্তমানে বিলটি কিছুটা ভরাট হওয়ায় মস্যজীবিরা বছরে ৪/৫ মাসের বেশী সময় মাছ ধরার সুযোগ পায়না।