Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে
বিরামপুর উপজেলার একটি মনোরমও দর্শণীয় স্থানে ভরপুর 6 নং জোতবানী ইউনিয়ন । কাল পরিক্রমায়, সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ জোতবানী  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সুউজ্জ্বল।

ক) নাম – ৬নং জোতবানী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ( ১২৮০ একর/ ৪০.৮০ বর্গ কিঃ মিঃ) নিয়ে গঠিত।
গ) লোকসংখ্যা – ২৮,৬৯৮জন ( ২০২২ এর আদম শুমারী তথু অনুযায়ী )

ঘ) মোট ভোটার-২৩,৬৯৪ জন ( নির্বাচন কমিশনের তথ্য মতে )
ঘ) গ্রামের সংখ্যা – ৪০টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩২টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫টি।

ছ) শিক্ষার হার – ৭৬%।

সরকারী ও  বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২০টি,

    বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০৪টি,

     নিম্ন মাধ্যমি বিদ্যালয়ঃ ০১ টি    

    মাধ্যমি বিদ্যালয়ঃ ০৪টি,

    কলেজঃ ০১টি

     মাদ্রাসা- ২টি

এতিমখানাঃ ০৫টি।


জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-অটোরিক্সা/রিক্সা/ভ্যান/টেম্পু।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আব্দুর রাজ্জাক মন্ডল।

ঞ )গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ৪টি

ঠ) ইউনিয়ন পরিষদ জনবল –               

  ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

   ২) ইউনিয়ন পরিষদ সচিব– ০১জন।

  ৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার -০১ জন       

  ৪) ইউনিয়ন পরিষদের দফাদর–০ ১জন

  ৫) ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ/ মহল্লাদার-০৯জন।